
চট্টগ্রামের রাউজানে ভাত খাওয়ার সময় দুর্বৃত্তের গুলিতে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে বাগোয়ান ইউনিয়নের গরিব উল্লাহপাড়া গ্রামের ভান্ডারী কলোনির একটি বাসায় এ ঘটনা ঘটে।
নিহত মানিক আবদুল্লাহ একই গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তিনি দীর্ঘদিন সংযুক্ত আরব আমিরাতে ছিলেন এবং গত বছরের অক্টোবরে দেশে ফেরেন। স্থানীয় বিএনপির রাজনীতিতে তিনি কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাসায় ভাত খাওয়ার সময় ১২-১৫ জনের একটি সন্ত্রাসী দল হঠাৎ হামলা চালিয়ে মানিককে তিনটি গুলি করে পালিয়ে যায়। মাথা, দুই পায়ের হাঁটুতে তিনটি গুলি করা হয়েছে। এরপর ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহতের ছোট ভাই সাকিল আহমেদ অভিযোগ করেন, বিএনপির একই দলের প্রতিপক্ষের লোকজন কয়েক মাস আগেও তার ভাইয়ের ওপর হামলা চালিয়েছিল। সেই ঘটনার জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বার্তা২৪.কমকে বলেন, ‘একটি বাসায় দুজন রাতের খাবার খাচ্ছিলেন, এ সময় ১০-১২ জন এসে দরজার সামনে থেকে গুলি করে মানিককে হত্যা করা হয়েছে। তার সঙ্গে থাকা অন্যজনের খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি অপহৃত হয়েছেন, না পালিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি গুলির খোসা উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের ললেকজনই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।