
নিখোঁজের প্রায় ১৪ ঘণ্টা পর সন্ধান মিললো চট্টগ্রাম নগরীর চকবাজারের কাপাসগোলা এলাকায় রিকশাসহ নালায় পড়ে যাওয়া ছয় মাস বয়সী শিশু সেহরিশের।
শনিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে চাক্তাই খালে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, চাক্তাই খালে মরদেহ ভেসে থাকার খবর পেয়ে উদ্ধারকর্মীরা সেখানে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
এর আগে শুক্রবার রাত ৮টার দিকে চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের হিজরা খালের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্যাডেলচালিত রিকশা নালায় পড়ে যায়। রিকশাটিতে শিশু সেহেরিশ ছাড়াও ছিল তার মা সালমা এবং দাদি আয়েশা। দুর্ঘটনার পর সালমা ও আয়েশাকে উদ্ধার করা গেলেও সেহেরিশ নিখোঁজ ছিল।
নালায় পড়ে যাওয়ার পর থেকেই রাতভর অভিযান চালায় ফায়ার সার্ভিস, চট্টগ্রাম সিটি করপোরেশন এবং নৌবাহিনীর ডুবুরি দল। শনিবার সকালে বিশেষ ডুবুরি দলের মাধ্যমে চিরুনি অভিযানে নামে উদ্ধারকারী বাহিনী। এর কিছু সময় পরই খালে ভেসে ওঠে শিশুটির নিথর দেহ।
শিশু সেহেরিশের মামা মারুফ জানান, আসাদগঞ্জ থেকে তার বাসায় বেড়াতে আসছিল সেহেরিশ, তার মা ও দাদি। কাপাসগোলায় রাস্তার ওপর পানি থাকায় একটি রিকশা করে এগোচ্ছিল তারা। কিন্তু খালের পাশে থাকা বাঁশের বেষ্টনী খুলে ফেলায় রিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে নালায় পড়ে যায়।