
এই বৃষ্টির দিনে
মোঃ মাসুম আল মাহমুদ
ছাতার উপর বৃষ্টির ফোঁটা
মনের দরজা খোলা,
আমি তুমি চোখাচোখি
হয়নি বলা মনের কথা।
আমার হাত খানি তুমি ধরো
এ-ই বৃষ্টির আগমনে,
সকল বাঁধা ভেঙে দাও
চোখে চোখ প্রেম নিবেদনে।
এভাবেই তোমায় বাসবো ভালো
ফুরাইবে না বৃষ্টি যতকাল,
তত দিন ভালো লেগে থাক
যত দিন আমার অন্তর না জুড়ায়।