০৮:২৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

ছবি: প্রতিনিধি

রাজশাহী  প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় গিয়াস নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে ।ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম অরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর,জিন্নাত আলীর ছেলে।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম অরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম অরফে গিয়াস তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল ইসলাম অরফে গিয়াস আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় লতিফুল ইসলাম অরফে গিয়াস হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

নিহত রফিকুল ইসলাম অরফে শফিকুল উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম অরফে শফিকুল। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম অরফে শফিকুল এর বাম হাতের বগলের নীচে কুপানোর চিহ্ন পাওয়া গেছে।

ওসি আফম আছাদুজ্জামান জানান,বুধবার(১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে।

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ী সমিতির রেফেল ড্র অনুষ্ঠিত

বাঘায় হত্যা মামলার আসামি গিয়াস গ্রেফতার

প্রকাশের সময় : ০৫:০২:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

রাজশাহী  প্রতিনিধি

রাজশাহীর বাঘা উপজেলায় গিয়াস নামের এক জনকে গ্রেফতার করা হয়েছে ।ঢাকা জেলার আশুলিয়া থানাধীন বলভদ্র নামক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। গত মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সোয়া ৮টার সময় রাজশাহী র‌্যাব-৫ এর মোল্লাপাড়া, হড়গ্রাম ক্যাম্পের অভিযানিক দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। লতিফুল ইসলাম অরফে গিয়াস বাঘা পৌর সভার মুর্শিদপুর,জিন্নাত আলীর ছেলে।

সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১০-৪-২০২৫) বিকাল আনুমানিক সোয়া ৫টার সময় রফিকুল ইসলাম অরফে শফিকুল (৩০) (নিহত ভিকটিম) গবাদি পশুর ঘাস কাটার উদ্দেশ্য চক রাজাপুর ইউনিয়নের সিকরামপুর মৌজার মাঠে যায়। ঘাস কাটার সময় আসামি লতিফুল ইসলাম অরফে গিয়াস তার ভুট্টা ক্ষেত থেকে ঘাস কাটতে দেখে পূর্ব শত্রুতার জেরে রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তাকে গালিগালাজ করতে নিষেধ করলে লতিফুল ইসলাম অরফে গিয়াস আরো ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে ধারালো হাসুয়া দিয়ে ভিকটিমকে রক্তাক্ত ও গুরুতর জখম করে। তখন মাঠে থাকা মাঠ পাহারাদারগন ভুট্টা ক্ষেতের উত্তর-পূর্ব কোণায় গিয়ে ভিকটিম রফিকুল ইসলাম অরফে শফিকুলকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় দেখতে পায়।

এসময় লতিফুল ইসলাম অরফে গিয়াস হাসুয়া হাতে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে মাঠ পাহারাদার হাবলু নিহতের ভাগনে আবদুল হালিমকে খবর দেন। তাৎক্ষণিক তাকে মোটরসাইকেল যোগে দ্রুত বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ইসমত আরা রেশমা পরীক্ষা-নিরীক্ষা করে ভিকটিমকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের সময় মৃত ঘোষণা করেন। নারকীয় হত্যাকান্ডের পর থেকেই আসামী দেশের বিভিন্ন প্রান্তে নিজেকে আত্মগোপন করে।

নিহত রফিকুল ইসলাম অরফে শফিকুল উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। নিহতের বাবা বাদি হয়ে লতিফুল ইসলাম ওরফে গিয়াসকে আসামী করে হত্যা মামলা দায়ের করে।

এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো রফিকুল ইসলাম অরফে শফিকুল। তার স্ত্রী সহ আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে।

পুলিশ জানায়, রফিকুল ইসলাম অরফে শফিকুল এর বাম হাতের বগলের নীচে কুপানোর চিহ্ন পাওয়া গেছে।

ওসি আফম আছাদুজ্জামান জানান,বুধবার(১৬-০৪-২০২৫) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারের পর হত্যায় দায় স্বীকার করেছে।