০১:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

নোয়াখালীতে অটোরিকশাচালক বাবর হত্যা: মূলহোতা গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি

নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ঘটনার মূলহোতা মনিরুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া মামুন (৩০) নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মাইজদীর পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে নিহত বাবরের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে। তবে এখনও খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধার হয়নি।

র‍্যাব জানায়, গত ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে বাবর নিখোঁজ ছিলেন। ১১ এপ্রিল নোয়াখালী সদর উপজেলার স্লুইসগেট এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর র‍্যাব হত্যার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, ৪৫ হাজার টাকা ধার নেওয়ার পর সুদের চাপে তা বেড়ে ৯০ হাজার টাকা হয়। এই অর্থ সংগ্রহে সে পরিচিত বাবরের অটোরিকশা বিক্রি করে টাকা জোগাড়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ফ্রুটিকা জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবরকে নিস্তেজ করে সে একপর্যায়ে তাকে গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ ফেলে রেখে সে পালিয়ে যায়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন শুধুমাত্র টাকার লোভেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ১৬৪ ধারায় আদালতে তার স্বীকারোক্তি রেকর্ডের প্রক্রিয়া চলমান। এছাড়া খোয়া যাওয়া অটোরিকশা উদ্ধারে ও মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এস আলমের ৯৯৪৮ কোটি টাকার সম্পদ নিলামে

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালীতে অটোরিকশাচালক বাবর হত্যা: মূলহোতা গ্রেপ্তার

প্রকাশের সময় : ১০:০৮:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

নোয়াখালী সদর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক বাবর হোসেন (১৮) হত্যার রহস্য উদঘাটন করেছে র‍্যাব-১১। ঘটনার মূলহোতা মনিরুল ইসলাম মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালীর কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সিনিয়র সহকারী পুলিশ সুপার মিঠুন কুমার কুণ্ডু এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তার হওয়া মামুন (৩০) নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর এলাকার তাজুল ইসলামের ছেলে। সোমবার দিবাগত রাত ১০টার দিকে মাইজদীর পেট্রোল পাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। তার কাছ থেকে নিহত বাবরের ব্যবহৃত মোবাইল ফোন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি গেঞ্জি উদ্ধার করা হয়েছে। তবে এখনও খোয়া যাওয়া অটোরিকশাটি উদ্ধার হয়নি।

র‍্যাব জানায়, গত ৯ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ভাড়া নিয়ে যাওয়ার পর থেকে বাবর নিখোঁজ ছিলেন। ১১ এপ্রিল নোয়াখালী সদর উপজেলার স্লুইসগেট এলাকার একটি কবরস্থানের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর র‍্যাব হত্যার রহস্য উদঘাটনে অভিযান শুরু করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন হত্যার কথা স্বীকার করেছে। সে জানায়, ৪৫ হাজার টাকা ধার নেওয়ার পর সুদের চাপে তা বেড়ে ৯০ হাজার টাকা হয়। এই অর্থ সংগ্রহে সে পরিচিত বাবরের অটোরিকশা বিক্রি করে টাকা জোগাড়ের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, ফ্রুটিকা জুসের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে বাবরকে নিস্তেজ করে সে একপর্যায়ে তাকে গলায় গেঞ্জি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ ফেলে রেখে সে পালিয়ে যায়।

র‍্যাব কর্মকর্তা মিঠুন কুমার কুণ্ডু জানান, মামুন শুধুমাত্র টাকার লোভেই এ নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সুধারাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ১৬৪ ধারায় আদালতে তার স্বীকারোক্তি রেকর্ডের প্রক্রিয়া চলমান। এছাড়া খোয়া যাওয়া অটোরিকশা উদ্ধারে ও মামলায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।