
কুষ্টিয়ায় আমলা বাজারে অবস্থিত, একটি তেল পাম্পে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছেন। মিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম। (এপ্রিল ১২, ২০২৫) সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮ টা পর্যন্ত, এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে, বিভিন্ন গাড়ির কগজপত্র ও হেলমেট না পরার কারণে সড়ক ও পরিবহন আইনে আভিযান কালে সর্ব মোট ১২,৫০০/= (বারো হাজার পাঁচ শত) টাকা জরিমানা করেন।
এই অভিযানটির উদ্দেশ্য ছিল, সড়ক নিরাপত্তা বৃদ্ধি ও মোটরসাইকেল চালকদের সচেতন করা। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে হেলমেট পরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই অভিযান চালানোর মূল লক্ষ্য হচ্ছে জনগণকে সড়ক নিরাপত্তার প্রতি আরও সজাগ এবং সচেতন করা।”
ভ্রাম্যমাণ এই অভিযানগুলো উপজেলার বিভিন্ন স্থানেই চলবে বলে জানানো হয়। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন আগামীতেও এমন অভিযান অব্যাহত রাখবে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার।
এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সড়ক দুর্ঘটনার হার কমানো এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হবে বলে আশাবাদী প্রশাসন।