০১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
উভয়পক্ষের মামলায় দু’জন করে ,মোট চারজনকে, গ্রেফতার করা হয়েছে।

আসামি ছাড়াতে থানা ঘেরাও, প্রতিপক্ষের ২ জনকে গ্রেফতারে পরিস্থিতি শান্ত

ফটো সংগৃহিত

ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতারের প্রতিবাদে শত শত নারী-পুরুষ ও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে। এমতবস্থায় বিপাকে পড়ে পুলিশ। পরে পুলিশ আরেক মামলায় অপরপক্ষের দু’জনকে গ্রেফতার করলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।

শনিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মামলায় গ্রেফতার চার জনকে রোবার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন সাবেক ইউপি সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে প্রতিপক্ষের শাহজান আলীরাও আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। থানা পুলিশ আদালতের আদেশে মামলা রুজু করে। এর পর স্বপন হোসেন ও নাসির নামে দু’জনকে এদিন বিকেলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের শত শত নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা থানা চত্বরে জড়ো হয় এবং ঘেরাও করে রাখে।

তারা দাবি জানায়, স্বপন ও নাসির নিরাপরাধ মানুষ। তাদের গ্রেফতার করা অন্যায় হয়েছে। কিন্তু পুলিশের দাবি, তারা আদালতের আদেশে আসামিদের গ্রেফতার করেছে। ফলে থানা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে।

এক পর্যায়ে পপুলিশ ঈদগাহ কমিটির দায়ের করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দু’জন গ্রেফতার করে রাত ১০ টার দিকে থানা নিয়ে আসে। পরে রাত ১১ টার দিকে গ্রামবাসী পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে গ্রামে ফিরে যায়।

মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণ কাজে বাধা দেয় ও লোকজনকে মারপিট করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় দু’টি মামলা হয়েছে। উভয়পক্ষের মামলায় দু’জন করে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এলাকায় আইন- শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। নিয়ম অনুযায়ী আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।’

পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত বলে তিনি জানান ওসি শহিদুর।

এস আলমের ৯৯৪৮ কোটি টাকার সম্পদ নিলামে

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

কুষ্টিয়ায় নৈশ প্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

উভয়পক্ষের মামলায় দু’জন করে ,মোট চারজনকে, গ্রেফতার করা হয়েছে।

আসামি ছাড়াতে থানা ঘেরাও, প্রতিপক্ষের ২ জনকে গ্রেফতারে পরিস্থিতি শান্ত

প্রকাশের সময় : ০৪:৫০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫

ঈদগাহ ময়দানের জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঘটনার জের ধরে প্রতিপক্ষের দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেফতারের প্রতিবাদে শত শত নারী-পুরুষ ও বিএনপির নেতাকর্মীরা থানা ঘেরাও করে। এমতবস্থায় বিপাকে পড়ে পুলিশ। পরে পুলিশ আরেক মামলায় অপরপক্ষের দু’জনকে গ্রেফতার করলে গ্রামবাসী শান্ত হয়ে ফিরে যায়।

শনিবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর থানায় এ ঘটনা ঘটে। দুই পক্ষের মামলায় গ্রেফতার চার জনকে রোবার (৬ এপ্রিল) আদালতে সোপর্দ করা হবে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ার ঈদগাহের প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ লাগে। এ সময় প্রতিপক্ষের হামলার শিকার হন সাবেক ইউপি সদস্য জাফিরুল ইসলাম, বর্তমান ইউপি সদস্য তুহিন এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ বেশ কয়েকজন। বিষয়টি নিয়ে গ্রামবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় জাফিরুল ইসলাম বাদী হয়ে থানায় তিন জনের বিরুদ্ধে মামলা করে। অন্যদিকে প্রতিপক্ষের শাহজান আলীরাও আদালতে মামলা করে। আদালত মামলাটি আমলে নেওয়ার আদেশ দেন। থানা পুলিশ আদালতের আদেশে মামলা রুজু করে। এর পর স্বপন হোসেন ও নাসির নামে দু’জনকে এদিন বিকেলে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। কিছুক্ষণ পর ঈদগাহ কমিটির পক্ষে মনোহরপুর গ্রামের শত শত নারী-পুরুষসহ বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা থানা চত্বরে জড়ো হয় এবং ঘেরাও করে রাখে।

তারা দাবি জানায়, স্বপন ও নাসির নিরাপরাধ মানুষ। তাদের গ্রেফতার করা অন্যায় হয়েছে। কিন্তু পুলিশের দাবি, তারা আদালতের আদেশে আসামিদের গ্রেফতার করেছে। ফলে থানা থেকে মুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এতে গ্রামবাসী উত্তেজিত হয়ে পড়ে।

এক পর্যায়ে পপুলিশ ঈদগাহ কমিটির দায়ের করা মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল নামের দু’জন গ্রেফতার করে রাত ১০ টার দিকে থানা নিয়ে আসে। পরে রাত ১১ টার দিকে গ্রামবাসী পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করে গ্রামে ফিরে যায়।

মনোহরপুর দক্ষিণপাড়া ঈদগাহ কমিটির পক্ষে মামলার বাদী জাফিরুল ইসলাম বলেন, ‘শাহজান আলীর নেতৃত্বে তাদের লোকজন অন্যায়ভাবে ঈদগাহের প্রাচীর নির্মাণ কাজে বাধা দেয় ও লোকজনকে মারপিট করে। আবার আমাদের লোকজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।’

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার ব্যাপারে থানায় দু’টি মামলা হয়েছে। উভয়পক্ষের মামলায় দু’জন করে মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ এলাকায় আইন- শৃঙ্খলা রক্ষায় বদ্ধপরিকর। নিয়ম অনুযায়ী আসামিদের গ্রেফতার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হবে।’

পরিস্থিতি বর্তমানে পুরোপুরি শান্ত বলে তিনি জানান ওসি শহিদুর।