০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
কারিগরি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ছয় দফা দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

  • নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • 1

ছবি: সংগৃহীত

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশে ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দফা দাবির বাস্তবায়ন না হলে আমরা লং মার্চ কর্মসূচি ঘোষণা করব।”

সমাবেশে উপস্থিত আরেক প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “আমরা আর এসি রুমের আলোচনায় যাব না। এসব নাটক বন্ধ করতে হবে। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কারিগরি সেক্টরে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলে আসছে, তা দূর করতে হবে। আমরা আর শুধু মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। দাবি পূরণ হলেই আমরা ক্লাসে ফিরে যাব।”

এর আগে সকাল থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

সমাবেশস্থলে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘আমি কে, তুমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ইত্যাদি। বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

শিক্ষার্থীরা জানায়, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমান সুযোগ, কারিগরি শিক্ষার মান উন্নয়ন, পদোন্নতিতে বৈষম্য দূর, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিতে স্বীকৃতি এবং কারিগরি শিক্ষা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।

এস আলমের ৯৯৪৮ কোটি টাকার সম্পদ নিলামে

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

তথ্যসন্ত্রাস করে আমাকে থামানো যাবে না: হাসনাত আবদুল্লাহ

কারিগরি শিক্ষার্থীদের হুঁশিয়ারি

ছয় দফা দাবি না মানলে ‘লং মার্চ টু ঢাকা’

প্রকাশের সময় : ০৯:৫২:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫

রোববার (২০ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে আয়োজিত এক মহাসমাবেশে ছয় দফা দাবি আদায়ে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা। দাবি আদায় না হলে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির ঘোষণা দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

দুপুর ১২টার দিকে অনুষ্ঠিত এ সমাবেশে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি নিশান রহমান বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে আমাদের ছয় দফা দাবির বাস্তবায়ন না হলে আমরা লং মার্চ কর্মসূচি ঘোষণা করব।”

সমাবেশে উপস্থিত আরেক প্রতিনিধি হাবিবুর রহমান বলেন, “আমরা আর এসি রুমের আলোচনায় যাব না। এসব নাটক বন্ধ করতে হবে। দাবি না মানা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”

তিনি আরও বলেন, “কারিগরি সেক্টরে দীর্ঘদিন ধরে যে বৈষম্য চলে আসছে, তা দূর করতে হবে। আমরা আর শুধু মৌখিক আশ্বাসে বিশ্বাস করি না। দাবি পূরণ হলেই আমরা ক্লাসে ফিরে যাব।”

এর আগে সকাল থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে জড়ো হতে থাকেন। বেলা ১১টার পর তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন, যা আগারগাঁওয়ের মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত গিয়ে মহাসমাবেশে পরিণত হয়।

সমাবেশস্থলে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। সেগুলোতে লেখা ছিল—‘আমি কে, তুমি কে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘তেরোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার’, ‘এক হও, এক হও, পলিটেকনিক এক হও’ ইত্যাদি। বিভিন্ন স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।

শিক্ষার্থীরা জানায়, তাদের ছয় দফা দাবির মধ্যে রয়েছে চাকরিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সমান সুযোগ, কারিগরি শিক্ষার মান উন্নয়ন, পদোন্নতিতে বৈষম্য দূর, শিক্ষাব্যবস্থার আধুনিকীকরণ, ইন্ডাস্ট্রিতে স্বীকৃতি এবং কারিগরি শিক্ষা নিয়ে নেতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন।