হবিগঞ্জেরঞ্জ মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে চারজন ঘটনাস্থলে নিহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত ২টার দিকে মাধবপুর উপজেলার বাখরনখর নামক স্থানে ঢাকাগামী ট্রাক (নম্বর চট্ট মেট্রো ট ১১-৬৩৩১) এবং পিকআপের (নম্বর ঢাকা মেট্রো ন- ১৯-৮৭৯১) এর মুখোমুখি সংঘর্ষে দুই জন পুরুষ এবং দুই জন মহিলা ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত ৫ জনকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুলাহ আল মামুন জানান, বাসাবাড়ির মালামালসহ পিকআপটিতে অনুমান ১৬/১৭ জন যাত্রী ছিলেন। ট্রাক এবং পিকআপটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে। লাশ উদ্বার করে হবিগঞ্জ সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।