
অবিভক্ত পাকিস্তান আমলে জমে থাকা সম্পদ, বৈদেশিক সহায়তা, অব্যবহৃত প্রভিডেন্ট ফান্ড ও সঞ্চয়পত্রসহ মোট ৪.৫২ বিলিয়ন ডলারের আর্থিক দাবি পাকিস্তানের কাছে উত্থাপন করেছে বাংলাদেশ।
এর মধ্যে ১৯৭০ সালের ভোলা ঘূর্ণিঝড়ের পর তৎকালীন পূর্ব পাকিস্তানে পাঠানো ২০০ মিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তাও অন্তর্ভুক্ত রয়েছে।
দীর্ঘদিনের অমীমাংসিত এসব ইস্যু বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে উত্থাপন করা হয়। ঢাকার স্টেট গেস্ট হাউস পদ্মায় অনুষ্ঠিত এই বৈঠক ছিল গত ১৫ বছরে দুই দেশের মধ্যে প্রথম এমন উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক।
বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন, আর পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রসচিব আমনা বালুচ। বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রসচিব জসীম উদ্দিন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি বাহিনীর নৃশংসতার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ এবং বকেয়া অর্থ ফেরতের মতো ঐতিহাসিক ও অমীমাংসিত বিষয়গুলো আমরা পাকিস্তানকে স্মরণ করিয়ে দিয়েছি।’
এছাড়া পাকিস্তানে ফেরত যেতে আগ্রহী বাংলাদেশে অবস্থানরত পাকিস্তানি নাগরিকদের ফিরিয়ে নেওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। পররাষ্ট্রসচিব জানান, ‘যারা বাংলাদেশে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। তবে যারা ফিরে যেতে চান, তাদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পাকিস্তানের। এ পর্যন্ত ২৬ হাজার ৯৪১ জনকে পুনর্বাসন করা হয়েছে। বর্তমানে ১৪টি জেলার ৭৯টি ক্যাম্পে প্রায় ৩ লাখ ২৪ হাজার ১৪৭ জন অবস্থান করছেন।’
তিনি আরও জানান, পাকিস্তানের ডেপুটি প্রাইম মিনিস্টার ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক ডার আগামী ২৭ ও ২৮ এপ্রিল ঢাকায় সরকারি সফরে আসছেন। ২০১২ সালের পর এই প্রথম কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসছেন।
সফরকালে পাকিস্তানের পররাষ্ট্রসচিব আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন। সেখানে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া উইংয়ের মহাপরিচালক ইশরাত জাহান এবং দুই দেশের হাইকমিশনাররাও উপস্থিত ছিলেন।
ইসলামাবাদের উদ্যোগে শুরু হওয়া এই আলোচনা পাকিস্তানের পক্ষ থেকে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক জোরদারের বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।