০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল দুজনের প্রাণ

ছবি: প্রতিনিধি

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল চার রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভোরে অজ্ঞাতনামা যে কোনো পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা সনাক্তের চেষ্টা করছি।”

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্যে ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারে যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানসহ দুজনকে বেশ কিছুদূর টেনে-হেঁচড়ে নিয়ে যায় এবং চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভ্যানচালক ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইলে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে।

চুয়াডাঙ্গায় সড়কে ঝরল দুজনের প্রাণ

প্রকাশের সময় : ০৬:২৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

শুক্রবার ভোরে চুয়াডাঙ্গা সদরের নয়মাইল চার রাস্তার মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর গ্রামের স্কুলপাড়ার মৃত মকসেদ মণ্ডলের ছেলে ভ্যানচালক আব্দুর রাজ্জাক (৬৫) ও মহাম্মদজমা গ্রামের মৃত ইসমাইল খন্দকারের ছেলে গোলাম সরওয়ার (৭০)।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “ভোরে অজ্ঞাতনামা যে কোনো পরিবহনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক ও একজন যাত্রী নিহত হয়েছেন। দুজনের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর পরিবহনটি পালিয়ে যায়। আমরা সনাক্তের চেষ্টা করছি।”

নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে, চাল কেনার উদ্দেশ্যে ভ্যানযোগে চুয়াডাঙ্গার সরোজগঞ্জের বাজারে যাচ্ছিলেন গোলাম সরওয়ার। এ সময় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ আঞ্চলিক মহাসড়কে ওঠার সময় ঝিনাইদহগামী অজ্ঞাতনামা পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানসহ দুজনকে বেশ কিছুদূর টেনে-হেঁচড়ে নিয়ে যায় এবং চাকায় তলে পিষ্ট হয়ে দুজনই ঘটনাস্থলে মারা যান।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম সরকার স্থানীয়দের বরাত দিয়ে বলেন, “অজ্ঞাতনামা পরিবহনের চাকায় পিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ভ্যানচালক ছিন্নভিন্ন হয়ে গেছে। আমরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছি।