
পুলিশের সঙ্গে বিরোধের জেরে ঢাকার গাবতলী এলাকায় যান চলাচল বন্ধ রেখে অবরোধ করেছে শ্রমিকরা।
তাদের অবরোধের কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার পর থেকে গাবতলী হয়ে কোনো গাড়ি যেতে পারছে না, ওই পথে কোনো গাড়ি রাজধানীতে ঢুকতেও পারছে না।
নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ এই প্রবেশ পথে যান চলাচল বন্ধ থাকায় প্রভাব পড়ছে রাজধানীর বড় এলাকাজুড়ে। বিভিন্ন এলাকার সড়কে ভয়াবহ যানজটের খবর আসছে।
পরিবহন শ্রমিক আল আমিন বলেন, “একজন ট্রাফিক পুলিশ এক চালকের কাগজপত্র যাচাই করে ঠিক পেলেও গাড়ির গ্লাস নষ্ট বলে অযথা হয়রানি করে।
“এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে ওই পুলিশ সদস্য চালককে মারধর করেন। পরে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।”
অবস্থা বেগতিক দেখে গাবতলীতে দায়িত্বরত সকল পুলিশ সদস্য ওই এলাকা ত্যাগ করেন। পরিবহন শ্রমিকরা তখন রাস্তার উপর আড়াআড়ি গাড়ি রেখে অবরোধ সৃষ্টি করেন।
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্বাস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুনেছি কভার্ড ভ্যান শ্রমিকরা সড়ক অবরোধ করেছে। তাদের এক চালককে নাকি ট্রাফিক পুলিশের একজন সার্জেন্ট চড় মেরেছিল।”
এ ব্যাপারে কথা বলতে যোগাযোগ করা হলে মিরপুর ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ কমিশনার ইয়াসমিনা ফেরদৌস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা ব্যস্ত আছি। রাস্তায় শ্রমিকরা অবরোধ করেছে। তাদের বোঝানোর চেষ্টা করছি।”