কুষ্টিয়া প্রতিনিধি: এপ্রিল ১৬, ২০২৫
কুষ্টিয়ার মিরপুর উপজেলার, ঐতিহাসিক পোড়াদহ বাজারে, অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে আজ সকাল থেকে ব্যবসায়ীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। স্থানীয় শতাধিক ব্যবসায়ী এতে অংশ নেন এবং তারা অতিরিক্ত খাজনার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
ব্যবসায়ীদের অভিযোগ, বাজার পরিচালনাকারী কর্তৃপক্ষ নিয়ম বহির্ভূতভাবে অতিরিক্ত হারে খাজনা আদায় করছে, যা তাদের দৈনন্দিন ব্যবসা পরিচালনায় বাধা সৃষ্টি করছে। পূর্বে যেখানে নির্দিষ্ট হারে দৈনিক বা সাপ্তাহিক খাজনা পরিশোধ করতে হতো, এখন সেখানে তা দ্বিগুণ বা তারও বেশি আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।
[caption id="attachment_2384" align="alignright" width="828"] ছবি: প্রতিনিধি[/caption]
এক ব্যবসায়ী বলেন,
"আমরা ছোট ব্যবসায়ী মানুষ। খাজনা দেবো ঠিক আছে, কিন্তু অতিরিক্ত চাপ দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।"
পোড়াদহ বাজার দীর্ঘদিন ধরে কুষ্টিয়া অঞ্চলের অর্থনীতির এক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। এখানকার নানা পণ্যের সরবরাহ পুরো জেলা সহ সারা বাংলাদেশ জুড়ে ছড়িয়ে পড়ে, এমনকি পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও। বাজারটি শুধু বাণিজ্যের স্থান নয়, এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যও। স্থানীয় বাসিন্দারা জানান, “এই বাজার আমাদের পূর্বপুরুষদের সময় থেকে চলে আসছে। এটা ধ্বংস হলে আমরা শুধু একটা বাজার হারাবো না, হারাবো আমাদের ইতিহাসও।”
বিক্ষোভ চলাকালীন ব্যবসায়ীরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে বাজারের প্রধান সড়কে অবস্থান নেন এবং বাজার ব্যবস্থাপনার স্বচ্ছতা ও নিয়মতান্ত্রিকতা নিশ্চিত করার দাবি জানান।
[caption id="attachment_2385" align="alignright" width="838"] ছবি: সংগৃহীত[/caption]
এদিকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবসায়ীদের অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে এবং অতিরিক্ত খাজনা আদায়ের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পোড়াদহ বাজার কুষ্টিয়া জেলার অন্যতম পুরোনো ও গুরুত্বপূর্ণ হাটবাজার হিসেবে পরিচিত। প্রতিদিনই এখানে বিপুল পরিমাণে লেনদেন হয় এবং জেলার বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা-বিক্রেতারা এখানে আসেন। তাই এমন একটি গুরুত্বপূর্ণ বাজারে নিয়ম-শৃঙ্খলা বজায় রাখা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি বলে মনে করছেন সচেতন মহল।