০৩:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সরিষাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী রাজাসহ গ্রেপ্তার ৩

ছবি: প্রতিনিধি

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী রাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার পাখিমারা এলাকায় যৌথ অভিযান কালে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানএর ছত্রছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করে শীর্ষ সন্ত্রাসী রাজা। একপর্যায়ে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য বনেযান। মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো এই রাজা। রাজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে মুরাদ এমপির ক্যাডার কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজা ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৫ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাজা, ৭ টি মোবাইল ফোন, গ্যাস লাইট সহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়াও তাদের কাছে পাওয়ায় মাদক বিক্রির ৬ হাজার ৫শ ৫৭ টাকা। ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল এ অভিযান পরিচালনা করেন।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধে জনগণকে সেনাবাহিনী কে সহায়তা করার কথা জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩জনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।

জগতি চিনিকলের অপমৃত্যু — আমাদের শিকড়ে কোপ:

রাজশাহীতে হাতকরা পরা অবস্থায় আসামী পলায়ন

কুষ্টিয়ায় বিএনপি নেতার বাসায় গুলি

চুয়াডাঙ্গায় ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

নাটোরে ভুট্টা ক্ষেত থেকে শিশু জুঁইয়ের মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শার্শায় ধানক্ষেত থেকে দুটি পাইপগান উদ্ধার

বৈশাখের সন্ধ্যায় মিনিবাস-অটোরিকশার সংঘর্ষে শিশু নিহত, বাসে আগুন

নিজেকে ছাত্রলীগ দাবির ৪ বছর পর হয়ে গেলেন ছাত্রদলের আহ্বায়ক

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ওয়ার্ড সুবিধার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্লট দুর্নীতি: হাসিনা, রেহানা, ববির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপকে গ্রেপ্তারেও পরোয়ানা

মার্চ ফর গাজা: সোহরাওয়ার্দী উদ্যানে জনস্রোত

এশিয়ার ৩ দেশ সফর করবেন শি জিনপিং

নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধ, ভারতীয় সেনা কর্মকর্তাসহ নিহত ৩

চারুকলায় ‘ফ্যাসিবাদের মুখাবয়ব’ পুড়িয়েছে হাসিনার দোসররা: ফারুকী

সিলেটে ‘গাড়ি পার্কিং’ নিয়ে সংঘর্ষ, ৩১ মোটরসাইকেল ভাঙচুর

কুষ্টিয়ার আমলায় জুমার নামাজ শেষে ফিলিস্তিনের পক্ষে দোয়া ও প্রতিবাদ মিছিল

সম্পাদকীয়

চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি

ইহুদিবাদ এবং গাজার ভবিষ্যৎ: সংঘাতের বৃত্ত থেকে মুক্তির খোঁজে

সারা দেশে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জন গ্রেপ্তার

বিমানবন্দর থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

সরিষাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী রাজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের সময় : ১২:৩৭:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

জামালপুরের সরিষাবাড়ীতে পৃথক স্থানে অভিযান চালিয়ে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানের ক্যাডার শীর্ষ সন্ত্রাসী রাজাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী ও তারাকান্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। মঙ্গলবার (১৫ এপ্রিল) গভীর রাত থেকে ভোর পর্যন্ত উপজেলার পাখিমারা এলাকায় যৌথ অভিযান কালে দেশীয় অস্ত্র, মাদক ও নগদ অর্থসহ তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করেন সেনাবাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, ফ্যাসিস্ট সরকারের আমলে বিতর্কিত সাবেক এমপি ডাঃ মুরাদ হাসানএর ছত্রছায়ায় আওনা ইউনিয়নে আধিপত্য বিস্তার করে শীর্ষ সন্ত্রাসী রাজা। একপর্যায়ে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য বনেযান। মাদক ব্যবসা, চাঁদাবাজি, সন্ত্রাসী ও কিশোর গ্যাং এর নিয়ন্ত্রক হয়ে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম নিয়ন্ত্রণ করতো এই রাজা। রাজার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন মামলা রয়েছে।

মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাখিমারা এলাকায় পৃথক দুটি যৌথ অভিযান পরিচালনা করে মুরাদ এমপির ক্যাডার কিশোর গ্যাং এর হোতা শীর্ষ সন্ত্রাসী সাবেক ইউপি সদস্য মোবারক হোসেন রাজা ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ নাজির ও তার সহযোগী মোহাম্মদ ফারুককে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে ৯টি বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধারসহ ১৫ পিচ ইয়াবা, ৫ গ্রাম গাজা, ৭ টি মোবাইল ফোন, গ্যাস লাইট সহ মাদক সেবন ও কেনাবেচার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ ছাড়াও তাদের কাছে পাওয়ায় মাদক বিক্রির ৬ হাজার ৫শ ৫৭ টাকা। ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত ও তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই রফিকুল ইসলামের নেতৃত্বে দুটি দল এ অভিযান পরিচালনা করেন।

ইউনিট ২৬ বীর সরিষাবাড়ী অস্থায়ী আর্মি ক্যাম্পের লেফটেন্যান্ট শাহরিয়ার তালুকদার রিফাত জানান, মঙ্গলবার রাত থেকে ভোর পর্যন্ত আওনা ইউনিয়নের পাখিমারা এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। পৃথক দুটি অভিযানে তাদের গ্রেফতার করা হয়। নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধে জনগণকে সেনাবাহিনী কে সহায়তা করার কথা জানান তিনি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চাঁদ মিয়া জানান, পৃথক দুটি অভিযানে ৩জনকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।