চুয়াডাঙ্গার দামুড়হুদায় ৬০০ পিচ ইয়াবাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে উপজেলার কুতুবপুর গ্রামের একটি বাড়ি থেকে এদের আটক করা হয়। আটকের সময় আসামীদের কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করে পুলিশ।
আটকরা হলেন, দামুড়হুদার পুরাতন বাস্তুপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইকরামুল হক (৪২), একই উপজেলার দূর্গাপুর গ্রামের আজিবর রহমানের ছেলে আব্দুল আলিম (৩০) ও ঠাকুরপুর গ্রামের নূরুল ইসলামের ছেলে মোহাম্মদ ডালিম (৩৫)।
জেলা গোয়েন্দা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার ভোররাতে কুতুবপুর গ্রামের মাদকবিরোধী অভিযান চালানো হয়। এসময় গ্রামে হক সাহেবের বাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। এদের দেহ তল্লাশি হকে পাওয়া যায় ৬০০ পিচ ইয়াবা। যার আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা। এ বিষয়ে দামুড়হুদা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।