মাতৃভাষা বাংলা
মোঃ মাসুম আল মাহমুদ
ইংলিশ আমাদের আন্তর্জাতিক ভাষা
মাতৃভাষা বাংলা।
তাইতো আমার করি না
ইংলিশের প্রতি হামলা।
এদেশে সবাই জানে
মাতৃভাষা বাংলা।
এইদেশেতে বাস করি, এভাষাতে সুর
এ ভাষাতে কথা বলি,
আমরা রইবো না তো দূর।
বাংলা ছাড়া বলতে পারি না তো,
বাংলা ভাষা আমি ভালোবাসি কত।
সালাম,রফিক,জব্বারসহ অনেক শহীদ প্রাণ দিল
বাংলা ভাষার জন্য
তাই আমরা বাঙালি হয়ে খুঁজি না ভাষা অন্য।
বাংলার প্রতি নাই যার হুশ
বাঙালি হয়ে তারাই বেহুশ
তাই খুঁজবো না ভাষা অন্য
এদেশেতে বাস করে
হবে না কারো পণ্য।
করবো না কোন ভাষার আশা
কারণ বাংলা আমার মাতৃভাষা