
মৌসুমের শেষ সময়ের লড়াই চলছে। এখন পা হড়কালেই হতে পারে বড় বিপদ, ভাঙতে পারে শিরোপা জয়ের স্বপ্ন। তাই কোনো ম্যাচকেই হালকাভাবে নিতে নারাজ বার্সেলোনা। কাতালান ক্লাবটির ডিফেন্ডার এরিক গার্সিয়া বলেছেন, তাদের কাছে এখন প্রতিটি ম্যাচই ফাইনাল।
লা লিগায় শনিবার লেগানেসের মাঠের ভাগ্যের ছোঁয়ায় ১-০ গোলের জয় পেয়েছে বার্সেলোনা। তাতে এক ম্যাচ কম খেলা রেয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা।
৩১ ম্যাচে ২২ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭০। ৬৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে গতবারের চ্যাম্পিয়ন রেয়াল।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকা বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগেও আছে দারুণ ছন্দে। কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়ে শেষ চারে এক পা দিয়ে রেখেছে তারা।
চলতি মৌসুমে বড় দলের জন্য হুমকি লেগানেস। আতলেতিকো মাদ্রিদকে হারানো দলটি দুই দফায় রেয়ালের বুকে ধরিয়ে দিয়েছিল কাঁপুনি; দুটি ম্যাচই (কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল ও লিগ ম্যাচ) অবশ্য ৩-২ ব্যবধানে হেরেছিল দলটি।
লেগানেসের বিপক্ষে মৌসুমে প্রথম দেখায় ঘরের মাঠে ১-০ গোলে হেরে যায় বার্সেলোনা। এবার প্রতিপক্ষের মাঠেও পয়েন্ট হারাতে পারত তারা। পাল্টা আক্রমণে চমৎকার কিছু সুযোগ তৈরি করে সফরকারীদের ভালোই চেপে ধরেছিল স্বাগতিকরা।
ম্যাচটি শেষ পর্যন্ত জিততে পেরে খুশি গার্সিয়া তুলে ধরলেন লেগানেস নিয়ে তাদের ভাবনা।
“বড় দলগুলোর বিপক্ষে লেগানেসের ফল কেমন, সেটা নিয়ে এরই মধ্যে কোচ বলেছেন। এ থেকেই বোঝা যায়, ওরা কেমন দল। পাল্টা আক্রমণে তারা আমাদের হুমকি দিয়েছি। তবে টেবিলে ফলাফলটাই বিবেচনা করা হয়।”
“এমন ম্যাচ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লিগ ও চ্যাম্পিয়ন্স লিগে আমরা ভালো ফর্মে আছি, যেখানে থাকতে চেয়েছি সেখানেই আছি। আমরা ভালো অনুভব করছি এবং এটা থামার নয়। সবাই খুবই অনুপ্রাণিত। আশা করছি, (আলেহান্দ্রে) বাল্দের চোট গুরুতর কিছু হবে না। এখন প্রতিটি ম্যাচই ফাইনাল।”
বার্সেলোনার পরের ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে, শেষ আটের ফিরতি লেগে মঙ্গলবার ডর্টমুন্ডের মুখোমুখি হবে তারা।