
গাজীপুরে কৃষকদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত পৌনে ১০টার দিকে মহানগরের সদর থানার দাখিনখান এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত রাকিব মোল্লা (২৯) দাখিনখান এলাকার ইব্রাহিম মোল্লার ছেলে। তিনি গাজীপুর সদর থানার কৃষক দলের যুগ্ন আহ্বায়ক
ছিলেন।
গাজীপুর সদর থানার ওসি মেহেদী হাসান বলেছেন, রাকিবের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
“এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
নিহতের স্বজন ও স্থানীয়রা বলছেন, দাখিনখান এলাকায় ইমতিয়াজ ও সেলিম নামের দুই ব্যক্তি কেবল ও ইন্টারনেট ব্যবসা চালিয়ে আসছিলেন। গত ৯ এপ্রিল ওই ব্যবসা দখলে নেন রাকিব মোল্লা। এ নিয়ে দ্বন্দ্ব চলছিল।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, শুক্রবার রাতে ইমতিয়াজ, সেলিমসহ কয়েকজন দেশি অস্ত্র দিয়ে রাকিবকে কুপিয়ে পালিয়ে যান।
স্থানীয়রা রাকিবকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।