কুষ্টিয়া, ১১ এপ্রিল ২০২৫ (শুক্রবার):
আক্তারুল ইসলাম//
আজ ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভাঙ্গা বটতলা নামক স্থানে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে মাঠের ভেতরে উল্টে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি স্বাভাবিক গতিতেই চলছিল, তবে হঠাৎই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সৌভাগ্যবশত, বাসটিতে মাত্র চার থেকে পাঁচজন যাত্রী থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যাত্রীরা হালকা আঘাত পেলেও তারা প্রাথমিক চিকিৎসা নিয়েই সুস্থ আছেন বলে জানা গেছে।
স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করা হয়েছে।