
ইসরায়েলি পণ্য বয়কটের নামে সিলেটসহ দেশের বিভিন্ন শহরে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৪৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক ক্ষুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
সোমবার বিকালে সিলেট নগরীর দর্শন দেউড়ি এলাকায় ইসরায়েলি প্রতিষ্ঠান দাবি করে চেইন সুপারশপ ইউনিমার্টের আউটলেটে হামলা ও ভাঙচুর চালায় তৌহিদি জনতার ব্যানারে এক দল লোক।
হামলাকারীদের অভিযোগ, ‘ফিলিস্তিনের নিরীহ মানুষকে গণহত্যায় জড়িত ইসরায়েল। তাদের পণ্যই বেশি বিক্রি করে ইউনিমার্ট। পূর্বেও তাদের সতর্ক করা হয়েছে কিন্তু তারা শোনেনি। তাই আজকে তৌহিদি জনতা তাদেরকে নিবৃত করার চেষ্টা করেছে। যারা ইসরায়েলি পণ্য বিক্রি করে দেশটিকে সহযোগিতা করছে তাদের বাংলার মাটিতে ঠাঁই হবে না।’
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে ইসরায়েলি পণ্য বয়কটের নামে দোকাটপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে।
এদিন রাতেই ইসরায়েলি পণ্য বয়কটের নামে যারা সিলেটসহ সারা দেশে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।
ওই বিবৃতিতে পুলিশপ্রধান বলেন, ‘আমাদের কাছে হামলাকারীদের ভিডিও ফুটেজ আছে। তাদের শনাক্ত করা হচ্ছে এবং অবিলম্বে গ্রেপ্তার করা হবে। পুলিশ বর্তমানে এ নিয়ে কাজ করছে।