রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ১৮

Spread the love

কিয়েভ, ০৫ এপ্রিলইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি আবাসিক এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে রাশিয়া। এতে প্রাণ গেছে শিশুসহ অন্তত ১৮ জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক। চলতি বছরে এখন পর্যন্ত এটিই রাশিয়ার সবচেয়ে প্রাণঘাতী হামলা।

শুক্রবার ( এপ্রিল) রাশিয়া হামলা চালায় বলে এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

কিয়েভের দাবি, ওইদিন সন্ধ্যায় আবাসিক এলাকায় ছোড়া হয় ইস্কান্দারএম ব্যালিস্টিক মিসাইল, যার মধ্যে ছিল ক্লাস্টার ওয়ারহেড। অন্তত চারটি স্থানে হামলা চালানো হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত পাঁচটি ভবন। ১০তলা একটি ভবনের বড় একটি অংশ ধ্বংস হয়েছে। হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে রয়েছে তিন মাস বয়সী একটি শিশুও।

অন্যদিকে মস্কো দাবি করেছে, তারা সামরিক অবস্থান লক্ষ্য করে অভিযান চালিয়েছে। তাদের দাবি, ইউক্রেনীয় ইউনিট কমান্ডারদের সঙ্গে পশ্চিমা প্রশিক্ষকদের একটি গোপন বৈঠক চলছিল সেখানে।

সূত্র: আইএ/ ০৫ এপ্রিল ২০২৫


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *