আাগামী ৪/৪/২০২৫ রাজশাহীতে শুভ উদ্ভোদন হতে যাচ্ছে, প্লেল্যান্ড। রাজশাহীতে যাত্রা শুরু করলো দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’। যা রাজশাহীবাসীর জন্য উন্মোচিত করলো এক নতুন দিগন্ত। রাজশাহী নগরীর নাদের হাজির মোড়, নিউ বাইপাস রোডে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মাল্টিস্পোর্ট গেম জোন ‘প্লে ল্যান্ড’।